,

নবীগঞ্জ বোয়ালজুর কালী মন্দিরে শিবরাত্রি চতুরদর্শী পালনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দিগলবাক ইউনিয়নের ঐতিহ্যবাহী বোয়ালজুর কালীমন্দিরে গতকাল শনিবার শিবরাত্রি চতুরদর্শী উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল, ভোগরাগ, শিবপূজা, কীর্তন ও প্রসাদ বিতরণ। কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রানু সরকারের সভাপতিত্বে এবং ক্ষিতেন সুত্রধরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, গণ সংযোগ সম্পাদক পিন্টু রায়, দিগলবাক ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নৃপেন্দ্র দেব, সাধারণ সম্পাদক ডাঃ স্বপন সুত্রধর, আউশকান্দি সনাতন সংঘের সভাপতি মিহির আচার্য্য, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র দেবনাথ, দিগলবাক ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাধব সরকার, কালী মন্দিরের সেবায়েত রতœা রানী দেব, ডাঃ অখিল সুত্রধর, শিক্ষক সুমন রায়, মিনু সুত্রধর, অরুন সুত্রধর, বিদ্যা ভূষন আচার্য্য, অপু চক্রবর্ত্তী, নিবারন সরকার, বিপ্লব সুত্রধর, অর্পন সুত্রধর, মিঠুন আচার্য্য, বিপ্লব পাল, জিতেন সুত্রধর, নিপন সুত্রধরসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর