,

বানিয়াচংয়ের সিকান্দরপুরে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ মহিলা ও শিশুসহ আহত অর্ধশতাধিক

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং উপজেলার সিকান্দরপুর গ্রামে পূর্ব বিরোধের জের দরে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দফায় দফায় চলা এ সংঘর্ষে মহিলা ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক লোকআহত হয়। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় কমপক্ষে অর্ধশতাধিক লোককে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দাল মিয়ার সাথে একই গ্রামের আজিজুলের মধ্যে পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে এ বিরোধের জের ধরে উভয়পক্ষে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি উলে­খিত বিষয় নিয়ে আজিজুল ও আব্দালের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল ভোরে সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রস্তুতি নেয়। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর (৪০), আরশ (৩০), মফিজ (৩০), মকসুদ আলী (২৫), আতাউর (১৮), নুর ইসলাম (২৫), সাহেব আলী (২৮), মোজাম্মেল (৫৫), আলতাব (৭০), ইয়াসিন (২২), রফিক মিয়া (৩৫), পংকজ (৪০), গোলাপ (৩৩), আব্দূল মজিদ (২৮), জয়নাল (৪৫), নুরুল আমিন (২৫), আলম (৩৮), সামসুল (২৫), রতন দেব (৪০), ইকবাল (২৫), তাহির (৩৩), রেনু বেগম (৩৫), আশরাফ (৩২), আজিজুল (৪০), হেলাল (২২), মশিউর (৫২), কবির (৫৫), নুর ইসলাম (২৫), কামরুল (২০), সামছুল (১৭), সামছুদ্দিন (৩৫), কাদির (২৫), আমেনা (৬০) ও জুয়েল (৩২) সহ শতাধিককে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে টেটাবিদ্ধসহ ৪ জনকে সিলেট এম.এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর