,

মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চন্দ্রছড়ি মাজার সংলগ্নে এমপি কেয়া চৌধুরী কর্তৃক ৫২ লাখ টাকার বরাদ্দে নির্মিত মিরপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার দুপুরে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ নতুন স্কুল ভবন উদ্বোধন করেন। এ সময় আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপে শিক্ষারমান এগিয়ে চলেছে। সরকার বিনামুল্যে শিক্ষা উপকরণসহ উপবৃত্তি প্রদান করছে। তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। এতে করে মেধা বিকাশ ঘটে। তিনি বলেন, বর্তমান সরকারের এ অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারা সু-শিক্ষা গ্রহণ করে আগামী দিনে দেশকে আরো এগিয়ে নিবে। এমপি কেয়া চৌধুরী বলেন, আমার প্রয়াত পিতা কমান্ডেন্ট মানিক চৌধুরী চন্দ্রছড়িতে এলাকার শিক্ষানুরাগীদের নিয়ে স্কুল সূচনা করেছিলেন। আর দীর্ঘ দিন পর এ স্কুলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ৫২ লাখ টাকা বরাদ্দ নিয়ে এসেছিলাম। এ বরাদ্দে ৪ তলা ভবন নির্মিত হয়েছে। আজ এ ভবন উদ্ধোধন করতে পেরে আমি আনন্দিত। এতেই শেষ নয়, এ স্কুলের উন্নয়নে আমার সার্বিক সহযোগীতা থাকবে। তিনি বলেন, ইতিপূর্বে চন্দ্রছড়ি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করেছি। পরিশেষে তিনি বলেন, আপনারা জননেত্রী শেখ হাসিনা জন্য দোয়া করবেন। তিনি আমাকে এমপি নির্বাচিত করেছেন কাজ করার জন্য। তাই নেত্রীর নির্দেশ মেনে সততার সাথে তৃর্ণমূলের উন্নয়নে কাজ করছি। কুচক্রীরা কোনভাবেই আমাকে থামাতে পারবে না। সৈয়দ কাজল মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজিদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন আহমেদ লিয়াকত, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, পীর সৈয়দ সমুজ মিয়া, সাবেক মেম্বার আব্দুস সাত্তার, আব্দুল জব্বার ফুল মিয়া, ডা: নিজামুল প্রমুখ। সভায় শিক্ষক, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দসহ শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর