,

হবিগঞ্জে আর্š—জাতিক নারী দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ নারী-পূরুষ সমতায় উন্নয়নে যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস ২০১৭ইং। এ দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় জেন্ডার এ্যাকশন প্ল্যান-এর বাস্তবায়নে এবং জিওবি, এডিবি ও ওএফআইডি’র সহযোগিতায় নানা কর্মসূচীর আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। কর্মসূচীর মধ্য ছিল বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা। সকালে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড হতে পৃথক পৃথক র‌্যালী হবিগঞ্জ পৌরভবনে জড়ো হয়। পরে বের হয় আর্ন্তজাতিক নারী দিবসের মূল র‌্যালী। র‌্যালীতে সিডিসি’র নারী সদস্য ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ বিভিন্ন প্লেকার্ড বহন করে। প্লেকার্ডগুলোতে ‘অগ্রগতির মুলকথা, নারী-পূরুষের সমতা, ‘নারী ভুমিকার স্বীকৃতি দিন’ ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ ইত্যাদি শ্লোগান লেখা ছিল। র‌্যালীটি পৌরভবন হতে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পুনরায় পৌরভবনে মিলিত হয়। পরে পৌরভবনের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ নজরুল একাডেমীর পরিচালক বিশিষ্ট লেখক তাহমিনা বেগম গিনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পূরুষকে নারীদের শক্র ভাবা ঠিক নয়। বরং পূরুষের সহযোগিতায় নারী পুরুষের সমতার ভিত্তিতে এগিয়ে যেতে পারলেই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে। তিনি বলেন মেধা যোগ্যতায় কোনদিকে পূরুষের চেয়ে নারী কম নয়। আজ কর্মক্ষেত্রে নারীরা অনেক সাফল্য দেখাচ্ছে। তিনি বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে বলেন কোন ধর্মই নারীদের অশালীন চলাফেরায় সমর্থন জোগায় না। তাই মেয়েদের উচিত রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে শালীনতার সাথে চলাফেরা করা। তিনি ভালভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে নিজের পরিবার, সমাজ ও দেশের জন্য ভুমিকা রাখতে মেয়েদের প্রতি আহবান জানান। সভায় আরো বক্তব্য রাখেন ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শাহিনুল হক, কমিউনিটি মোবিলাইজার পরামর্শক লালন শেখ প্রমূখ। সভায় আরো উপস্থিত ছিলেন ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী জাহিদ হোসেন।


     এই বিভাগের আরো খবর