,

চুনারুঘাটে চা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

সময় ডেস্ক ॥ চুনারুঘাটের বেগমখান ও চান্দপুর চা বাগানের শ্রমিকদের আবাদকৃত জমিতে ইকোনোমিক জোন নির্মাণের প্রতিবাদ জানানো হয়েছে অন্য রকমভাবে। গত শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগীতা, নাচ, গানসহ নাটকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। এসময় শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে যোগ দান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী ও লেখকরা। জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বেগমখান ও চান্দপুর চা বাগানের মধ্যবর্তী স্থানে ইকোনোমিক জোন করার সিদ্ধান্ত নেয় সরকার। এ এলাকায় রয়েছে ওই দুই চা বাগানের শ্রমিকদের কৃষি জমি। এ জমি থেকে উৎপাদিত ফসল থেকেই চলে তাদের সংসার। তাই তারা এলাকায় ইকোনোমিক জোন নির্মাণ বন্ধের প্রতিবাদে আন্দোলন করে আসছে। প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি জানানো হয় সরকার যাতে এ সিদ্ধান্ত থেকে সরে আসে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।


     এই বিভাগের আরো খবর