,

বাহুবলে পতিতালয় থেকে মক্ষীরানীসহ আটক ৪

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুরে মিনি পতিতালয়ে অভিযান চালিয়ে মক্ষীরানীসহ ৪ জনকে আটক করছে বাহুবল মডেল থানা পুলিশ। এর আগে উপজেলার গুহারুয়া আব্দুস সালামের ফিশারী এলাকায় অভিযান চালিয়ে এক যুবতিসহ ২ খদ্দেরকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে রোববার দুপুরে থানার এসআই মুফিদুল ও এসআই জহিরুলের নেতৃত্বে একদল পুলিশ মিরপুরস্থ ইজ্বত নগর এলাকায় জনৈক সাবেক মেম্বারের বাসায় অভিযান চালিয়ে মক্ষীরানি রাবিয়া ওতার স্বামীসহ ৩ জনকে আটক করে। পুলিশ জানায়, শনিবার রাত ১১ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে গোহারুয়া আব্দু সালামের ফিশারীতে পুকুর পারে পাহারাদার এর ঘরে অভিযান চালিয়ে জেসমিন আক্তার সুইটি (২২) ও গুহারুয়া গ্রামের আলপি মিয়ার পুত্র সামছু মিয়া ( ২৫) জাঙ্গালিয়া গ্রামের নবাছ উল্লার পুত্র জাহিদুল (৩৫) কে আটক করে। আটক জেসমিন আক্তার সুইটি বি- বাড়ীয়া জেলার বিজয় নগর থানার বড়পুকুর গ্রামের সহিদ মিয়ার কন্যা। পুলিশের জিজ্ঞাসাবাদে সুইটি জানায় বাহুবলের বৈরবীকুনা প্রকাশিত চারগাও গ্রামের সুরুজ আলীর পুত্র (৪০) ও তার স্ত্রী রাবিয়া খাতুন ওরফে ট্যারী তাকে দিয়ে দেহব্যবসা পরিচালনা করে আসছে। তারই তথ্যমতে ইজ্বত নগর গ্রামের সমুজ আলীর বাড়াবাসায় পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী রাবেয়া খাতুন ও তার সহযোগী শিমুলিয়াম গ্রামের আমীর হুসেনের কন্যা রুবি আক্তার (২৭) কে আটক করে। বিকেলে ৫ টার দিকে আটককৃত সামছু মিয়া (২৫) জাহিদুল (৩৫) রুবি আক্তার (২৭) ও জেসমিন আক্তার সুইটিকে পুলিশ ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে বাহুবল উপজেলা কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সফি উল্লাহ ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ যুবক যুবতিকে ৫ হাজার করে ২০ হাজার আর্থিক জরিমানা করেন। অপরদিকে মক্ষীরানি রাবিয়া তার স্বামী সমুজ আলী কে যুবক যুবতীদের দেহব্যবসা পরিচালনা করার দায়ে এসআই জহিরুল বাদী হয়ে মামলা দায়ের করেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর