,

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই তৃণমূলের উন্নয়ন হয়- এমপি কেয়া চৌধুরী

মোঃ মামুন চৌধুরী \ মহান স্বাধীনতার মাসকে সামনে রেখে জেলার নবীগঞ্জের শংকরপুর, ইলামপুর ও চকশংকরপুর গ্রামবাসীর উদ্যোগে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই তৃণমূলে উন্নয়ন হয়। তাই উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে হবে। তিনি বলেন, আমি এমপি হবার পর বুরিনাও-রইছগঞ্জ বাজার পর্যন্ত তিন কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করে দিয়েছি। আমার বরাদ্দে শংকরপুরে ২৬ লাখ ব্যয়ে ব্রিজ হচ্ছে। অমৃতায়ও ব্রিজ নির্মাণে ২৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছি। বরাদ্দ দেওয়ায় দেড় কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ হয়েছে। ইলামপুরে মন্দির নির্মাণে বরাদ্দ দিয়েছি। বেকার নারীদের কর্মসংস্থান করে দিতে নারী উন্নয়ন সমিতি’র রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি। বেকার নারীদেরকে কর্মমুখী করে তুলতে প্রশিক্ষণসহ নানাভাবে সহায়তা করছি। তিনি বলেন, উন্নয়নমূলক কাজের সাথে মিল রেখে কথা বলার চেষ্টা করি। গ্রামবাসীকে আর উন্নয়ন বঞ্চিত থাকতে হচ্ছে না। শুধু কোথায় উন্নয়ন প্রয়োজন, আমাকে নিয়ে যান। আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উন্নয়ন নিয়ে আসব। চাই আপনাদের দোয়া ও সহযোগীতা। এ সভায় বক্তব্য রাখেন, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা ধনেশ্বর বিশ্বাস মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহ লুৎফুর মিয়া, ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাজন চৌধুরী, যুবলীগের যুগ্ম আহবায়ক মহিবুল হাসান মামুন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক স্বপন মনি সরকার, আওয়ামীলীগ নেতা লোকমান খান প্রমুখ। এ সময় আওয়ামী পরিবারের নেতাকর্মী, শত শত গ্রামবাসী অংশগ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর