,

জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি \ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে হবিগঞ্জ শহরের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন/স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়। সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এছাড়া সকল অফিস, আদালতসহ সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসনের কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে দুর্জয় হবিগঞ্জ, প্রয়াত সাবেক মন্ত্রী ও একুশে পদকপ্রাপ্ত এনামুল হক মোস্তফা শহীদ, হবিগঞ্জ জেলার প্রথম দুই শহীদ মুক্তিযোদ্ধা মহফিল হোসেন ও হাফিজ উদ্দিন, মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড মেজর জেনারেল আব্দুর রব (বীর উত্তম), মুক্তিযুদ্ধ চলাকালীন হবিগঞ্জ জেলা সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক মোস্তফা আলী, কমান্ডেন্ট মানিক চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ও ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ করেন। সকাল ৮টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি,কারারক্ষী, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কাউট, গার্লস্ গাইড, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিশু সংগঠনের সদস্যবৃন্দের সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, সকাল সাড়ে ১০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, একই সময়ে জালাল স্টেডিয়ামে বালকদের ক্রীড়া প্রতিযোগিতা, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা এবং মহিলা ও বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা, সকাল ১১টায় শিশু একাডেমী প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু সদনে উন্নতমানের খাদ্য পরিবেশন, জাতির শান্তি, সমৃদ্ধি অগ্রগতি কামনা করে মসজিদে দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড বনাম মুক্তিযোদ্ধা সদর উপজেলা ইউনিট কমান্ড এবং বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় সিনেমা হলগুলোতে বিনা টিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং উন্মুক্ত স্থানসমূহে প্রাসঙ্গিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় নিমতলায় কালেক্টরেট প্রাঙ্গণে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


     এই বিভাগের আরো খবর