,

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নবীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সাংস্কৃতি সন্ধায় নবীগঞ্জকে মাতিয়ে গেলেন নকুল কুমার বিশ্বাস

জসিম তালুকদার \ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবীগঞ্জ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তেলন ও আলোকসজ্জা করা হয়। সকাল ৯টায় নবীগঞ্জ শহরের জে কে উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গালর্স গাইড, ক্লাবদল এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। শেষে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রীড়া অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্রাক্তন চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মোঃ আব্দুর রউপ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদ মোঃ আলগগীর মিয়া, অপর অংশের সভাপতি মুরাদ আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রহমান লিমন, সিনিয়র সাংবাদিক কালিপদ ভট্রাচার্য্য, সুবিনয় রায় বাপ্পি, মোঃ কিবরিয়া চৌধুরী, মোঃ আবু তালেব, শাহ মিজানুর রহমান, মোঃ অলিউর রহমান অলি, সাংবাদিক মোঃ মহিবুর রহমান, মাওঃ আব্দুর রকিব হক্কানী, আলী হাছান লিটন, রিপন দেব, মোজাহিদ আলম চৌধুরী, মতিউর রহমান মুন্না, জসিম তালুকদার, মোঃ নাবিদ মিয়া, রুমেল আহমেদ, শাহরিয়ার আহমদ শাওন প্রমুখ। বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বেলা ১২ টায় “মুক্তিযুদ্ধ”, স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার” শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমাার নাথের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনর্চাজ এস এম আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতীক), প্রাক্তন চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মোঃ আব্দুর রউপ, আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা জাপা সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালামসহ অনেকেই। বেলা ২টায় সংশ্লিষ্ট হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সময়সূচী অনুযায়ী জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকেলে উপজেলা পরিষদের মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ। পরে সন্ধ্যায় প্রজেক্টেরর মাধ্যমে উন্মুক্ত স্থানে চলচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের সুনামধন্য কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস ও দেশ বরণ্য সংগীত শিল্পীরা।


     এই বিভাগের আরো খবর