,

মাধবপুরে ব্রীজ ভেঙ্গে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার ইটাখোলা স্টেশনের অদূরে পাহাড়ি ঢলে একটি ব্রীজ ভেঙ্গে পড়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্চিন্ন হয়ে পড়ে। ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। রেলওয়ে সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ইটাখোলার অদূরে ৫৫নং ব্রীজটি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। গত বুধবার রাতভর প্রবল বর্ষণে ব্রীজের নিচ থেকে মাটি সরে গেছে। সেই সাথে একটি পিলার ধসে পড়েছে। ফলে ব্রীজটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে আসা রেলওয়ে বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ব্রীজটি মেরামতের কাজ শুরু করেছেন। স্থানীয়রা জানান, প্রতিদিন আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, কালনী, সুরমা ও জালালাবাদসহ ১৫-২০টি ট্রেন এ ব্রীজের উপর দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ওই ব্রীজের গোড়াসহ আশপাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। ফলে ব্রীজের এপ্রোচের মাটি সরে গিয়ে ওই ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এতদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। রেলওয়ে বিভাগের চীফ ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল ইসলাম জানান, ব্রীজটির অবস্থা খুবই নাজুক। মেরামতের কাজ শুরু হয়েছে। পুরোপুরি মেরামত না করা পর্যন্ত সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে শনিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর