,

জঙ্গি দমনে পুলিশের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে- এসপি জয়দেব কুমার ভদ্র

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার প্রতিটি মানুষদেরকে জঙ্গি ও উগ্রবাদি কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। হবিগঞ্জের কোন এলাকায় যাতে উগ্রবাদীরা আস্থানা না গড়তে পারে সে জন্য বাসার মালিক ও পার্শ্ববর্তী এলাকার লোকদেরকে ভাড়াটিয়ার যাবতীয় তথ্যাদি সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোন ভাড়াটিয়া বা উগ্রবাদি লোকের সম্পর্কে কাহারো কোন ধরণের সন্দেহ হয় সাথে সাথে বিষয়টি পুলিশকে অবগত করতে হবে। এ ছাড়াও হবিগঞ্জের বেশ কিছু এলাকায় পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিতে রয়েছে। গত রোববার দুপুর ১২টায় পুলিশ সুপার কর্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। এছাড়াও তিনি আরও বলেন, আগামী পুলিশ (কনস্টেবল) নিয়োগ পরীক্ষা পুলিশ লাইনের পরিবর্তে নিয়োগের যাবতীয় কার্যক্রম হবে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে। পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় সকল প্রার্থীদের কারো সাথে কোন ধরনের লেনদেন না করতেও বলেন তিনি। তিনি আরও বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও পুলিশ নিয়োগে মেধা ও যোগ্য প্রার্থীদেরই প্রাদান্য দেওয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া, বানিয়াচং আজমিরীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, এএসপি হেডকোয়ার্টার (মিডিয়া) মোঃ নাজিম উদ্দিন, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর