,

নবীগঞ্জে অদক্ষ গাড়ি চালকদের সংখ্যা বৃদ্ধি : প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা

এস.এম. আহমেদ ॥ কিছু দিন পুর্বে যে লোক রিকশা চালিয়েছিলো, এখন তাকে মহাসড়কে ও বিভিন্ন সড়কে গাড়ি চালাতে দেখা যাচ্ছে। নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অদক্ষ যুবকরাই নিজের মনোবল নিয়ে বিভিন্ন গাড়ি-লাইটেস, ইমা, ট্্রাক, সিএনজি, কারসহ বিভিন্ন গাড়ি দেদারছে চালাতে দেখা যাচ্ছে। যদিও সরকার গাড়ি চালাতে চালকদের একটি নীতিমালা গঠন করেছে কিন্তু কোন কোন চালক সেই নীতিমালার আওতায় নেই। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় লোকজন দিন দিন যে হারে নতুন নতুন গাড়ি ক্রয় করছেন সেই হারে তারা তাদের গাড়ির চাবি তুলে দিচ্ছেন অদক্ষ চালকের হাতে। আজ থেকে প্রায় দশ বছর পুর্বে এতো গাড়ি ও অদক্ষ চালক দেখা যেতো না। কিন্তু কালের পরিবর্তনে বদলে গেছে পুর্বের দৃশ্যপট এবং সেই তালে বিত্তবানরা গাড়ি ক্রয়ের দিকে মনোনিবেশ করছেন। একদিকে যে হাড়ে গাড়ি বেড়েছে ঐ হারে বেড়েছে অদক্ষ গাড়ি চালক। কিছু দিন পূর্বে যে যুবক বিভিন্ন আঞ্চলিক সড়কে রিকশা চালাতো আজ ওই যুবককেই মহাসড়কে নামী-দামি গাড়ি চালাতে দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎএ ধরনের যুবকদের বিভিন্ন নামি-দামি গাড়ির চালকের আসনে দেখতে পেয়ে তার যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন করছেন। এসব অদক্ষ চালকদের কারনেই প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রাণহানি ও পঙ্গুত্ব বরন করেছেন অনেক লোকজন। খোঁজ নিয়ে জানা গেছে, দু,বছরে নবীগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রায় ৩০/৪০ জন লোক মারা গেছেন। যা একমাত্র অদক্ষ ও অযোগ্য চালকের কারনেই এ সব দুর্ঘটনা ঘটেছিলো। তাদের মধ্যে মহাসড়ক ও আঞ্চলিক সড়কেই সবচেয়ে বেশি ঘটনা ঘটে। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন মালিকের অটোরিক্সা সিএনজি প্রায় পৌনে চারশ গ্রামের মধ্যে হাজারো সিএনজি রয়েছে এবং লাইটেস ট্্রাক মিলে প্রায় তিনশত হবে। গাড়ী চালকই অদক্ষ তাদের নেই পর্যাপ্ত পরিমানের ট্রেনিং এবং লাইসেন্স। দীর্ঘ দিন যাবত ঐ চালকেরাই গাড়ি চালাতে দেখা গেলেও বিভিন্ন সময় দূর্ঘটনায় কবলিত হলে তারা প্রশাসনের নিকট কোন বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারলেও তারা অদৃশ্য নেতার ক্ষমতায় বেঁচে যাচ্ছেন জেল জরিমানা থেকে। দক্ষ চালকদের দ্বারা গাড়ি চালালোর দাবি করছেন সচেতন মহলসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। সড়ক ও জনপদের প্রশাসনিক দায়িত্বে থাকা সংশ্লিষ্ঠ লোকের বিশেষ তদারকিতে বন্দ হতে পারে এধরনের চালক ও ও গাড়ির মালিকের মনগড়া ব্যবসা নতুবা দিনের পর দিন আরো অদক্ষ গাড়ির চালকের সংখ্যা বেড়েই চলবে।


     এই বিভাগের আরো খবর