,

নবীগঞ্জে প্রতিপক্ষকে ঘায়েল করতে শিশু নির্যাতনের নাটক সাজিয়ে অভিযোগ দায়ের

সংবাদদাতা ঃ নবীগঞ্জে প্রতিপক্ষকে ঘায়েল করতে স্কুল পড়ুয়া দুই ছাত্রকে দিয়ে শিশু নির্যাতনের নাটক তৈরি করে থানায় অভিযোগ দায়ের করে হয়রানির অভিযোগ করেছেন তিন ব্যাক্তি। এনিয়ে এলাকার সর্বত্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক কামারগাঁও গ্রামের ফুলন মিয়ার ছেলে মোঃ রফিক মিয়া, মোঃ তৌফিক মিয়া, মতিব মিয়ার ছেলে বাছিদ মিয়া ও ছাদিক মিয়ার সাথে একই গ্রামের মৃত ইমান উল­াহর ছেলে মোঃ আব্দুল ছালাম, আব্দুল কালাম ও শতক বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী হাজি মোঃ আব্দুল আলিম এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত সোমবার তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে গ্রামের মুরুব্বিয়ান বিষয়টি নিষপত্তি করে দেন। হাজি মোঃ আব্দুল আলিম জানান, গত সোমবার দুপুরে তৌফিক মিয়া ও ছাদিক মিয়ার সাথে আমাদের কথাকাটি হয়। বিষয়টি জানাযানি হলে গ্রামের মুরুব্বীয়ান এর সুরাহা করে দেন। কিন্তু পরিকল্পিত ভাবে স্কুল পড়োয়া দুই ছাত্রকে দিয়ে নাটক সাজিয়ে আব্দুল ছালাম গং তিন ভাইয়ের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ দায়ের করেছে। তৌফিক মিয়া, বাছিদ মিয়া ও রফিক মিয়া গংরা। দীর্ঘদিন যাবত তৌফিক মিয়া গংদের বসত ঘরে জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। আব্দুস ছালাম গংরা ঐসব অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদ করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বৈঠক করে তৌফিক মিয়া, বাছিদ মিয়া ও রফিক মিয়াকে সর্থক করা হয়। শান্তি প্রিয় মানুষকে ঘায়েল করতে শিশু নির্যাতনের পরিকল্পিত অভিযোগ দায়েরের ঘটনায় সচেতন মহলে মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যে কোন সময় তাদের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে শান্তি প্রিয় এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ থানার এস আই শামসুল ইসলাম সরজমিন গিয়ে উক্ত ঘটনার তদন্ত করেন। তিনি উক্ত ঘটনাকে শালিস বৈঠকে নিষপত্তি করার জন্য শতক বাজার ও কামারগাঁও গ্রামের মুরুব্বীয়ানকে অবগত করে আসেন।


     এই বিভাগের আরো খবর