,

ডিজিএম এর খালখেয়ালিপনায় জনদূর্ভোগ চরমে কাল বৈশাখী ঝড়ে চুনারুঘাটে বিদ্যুৎ বিপর্যয়

চুনারুঘাট প্রতিনিধি \ কাল বৈশাখী ঝড়ে আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রের তিন ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর চুনারুঘাট উপজেলার পৌর শহর ছাড়া কোথাও কোনো বিদ্যুৎ সরবরাহ নেই। এতে চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। চুনারুঘাট পলি­ বিদ্যুৎ সমিতির ডিজিএম শওকাতুল আলমের খামখেয়ালিপনায় চুনারুঘাটে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে এবং উপজেলার বিভিন্ন এলাকায় গত বুধবার দুপুর ১টা থেকে বৃহস্পতিবার বিকাল ৬টা পর্যন্ত নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্থ হচ্ছে। জানা যায়, বুধবার বিকেল থেকে শুরু হওয়া ঝড়ে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে এই সংকটের সৃষ্টি হয়। ইউনিটগুলো পুনরায় চালু করতে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। গত বুধবার দুপুর ১টা থেকে বৃহস্পতিবার বিকাল ৬টা পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে চুনারুঘাট উপজেলা। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন জানান, বুধবার সন্ধ্যা ৭টা থেকে বিদ্যুৎকেন্দ্রের ৩নং ও ৪নং ইউনিট এবং ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়। চুনারুঘাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন কেন চুনারুঘাটে বিদ্যুৎ সরবরাহ নেই তা আমি বলতে পারব না। তবে হবিগঞ্জের অন্যান্য উপজেলায় বিদ্যুৎ সরবরাহ রয়েছে। উলে­খ্য যে, চুনারুঘাট পলি­ বিদ্যুৎ সমিতিতে শওকাতুল আলম ডিজিএম হিসেবে যোগদান করার পর থেকে সামান্য ঝড় তুফান হলেই চুনারুঘাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ দুদিন যাবত চুনারুঘাটে বিদ্যুৎ সরবরাহ না থ্কাার বিষয়ে ডিজিএম শওকাতুল আলমকে জিজ্ঞাসা করলে তিনি বিরক্তি বোধ করেন। চুনারুঘাটবাসী গত দুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ না থাকায় চরম দূর্ভোগে পড়েছেন।


     এই বিভাগের আরো খবর