,

পুলিশ-সাংবাদিক একসাথে কাজ করার আহ্বান আইজিপির

সময় ডেস্ক ॥ একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ-সাংবাদিক একসাথে কাজ করার আহাবান জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। গতকাল রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় কালে এ আহ্বান জানান তিনি। শহীদুল হক বলেন, পুলিশ-সাংবাদিক পরস্পরের পেশাগত লক্ষ্য এক ও অভিন্ন। উভয়েই জনগণের স্বার্থে দেশের জন্য কাজ করে থাকে। জনমত গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জঙ্গি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের যথেষ্ট অর্জন রয়েছে। পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে সাংবাদিকরা পুলিশের পাশে ছিলেন। জঙ্গিবিরোধী কার্যক্রমে মিডিয়ার ইতিবাচক সমর্থন ছিল। তিনি দেশের স্বার্থে জনকল্যাণে পুলিশ-সাংবাদিক পারস্পরিক পেশাগত সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। পুলিশ প্রধান বলেন, পুলিশ-মিডিয়া সম্পর্ক শুধু আমাদের দেশেই নয়, বিশ্বব্যাপী স্বীকৃত। অতীতের তুলনায় পুলিশ এখন অনেক বেশী জনবান্ধব, মিডিয়া বান্ধব। সাংবাদিকরা এখন পুলিশের কাছে থেকে তথ্য পেয়ে থাকে। সভায় ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন বলেন, আমরা সন্ত্রাসের বিপক্ষে, আমরা মাদক ও জঙ্গিবাদের বিপক্ষে। অন্যায় ও দুর্নীতি রুখতে আমরা পুলিশকে সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও সহযোগিতা করবো। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পারিক পেশাগত বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মোঃ মহসিন হোসেন এনডিসি বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্) সহেলী ফেরদৌস। ভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান, এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান এবং ক্র্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর