,

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় সরকার বদ্ধ পরিকর-এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দেশের সকলের জন্য বাসস্থান সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাওয়ার অধিকার রাখে। আর বর্তমান সরকার তাদের সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ। শেখ হাসিনার সরকার জনগণ বান্ধব সরকার। গতকাল শুক্রবার পৃথক সময়ে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া, পইল ও শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জ-লাখাইয়ে আগাম বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা অব্যাহত রেখেছি। আরো সহায়তার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল খান, পইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাহেব আলী সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভপতি জালাল মেম্বার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদ এবং স্থানীয় আওয়ামীলীগ ও সহেযাগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুরুব্বীয়ান।


     এই বিভাগের আরো খবর