,

বাহুবলের ওসি মনিরুজ্জামানের অপসারণ দাবিতে আ’লীগের ৭২ ঘন্টার আল্টিমেটাম

বাহুবল প্রতিনিধি \ বাহুবল মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ওসির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, অনিয়মের অভিযোগ এনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়। ওসি’র বিরুদ্ধে স্থানীয় আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ ও নানা অভিযোগও প্রতিবাদ সভায় তুলে ধরা হয়। গতকাল বুধবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ সভায় বেধে দেওয়া সময়ের ভেতরে ওসি মনিরুজ্জামানকে অপসারণ করা না হলে তৃণমূল জনতাকে সাথে নিয়ে হরতাল-মহাসড়ক অবরোধ করার ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুর নুর মানিক। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুর নুর মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সোহেল আহমেদ কুটি, আব্দুল কদ্দুছ মেম্বার, যুগ্ম-সম্পাদক আব্দুল কাদির, প্রচার সম্পাদক ইলিয়াছ আখঞ্জি, আওয়ামীলীগ নেতা মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন লিয়াকত, সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, স্নানঘাট ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ফিরোজ মিয়া, আওয়ামীলীগ নেতা ফুল মিয়া চৌধুরী, ডাঃ বেনু দেব, ফারুক মেম্বার, আয়াত আলী, আব্দুল মজিদ তালুকদার, সিরাজ মেম্বার, যুবলীগ নেতা বদরুল আলম, তারা মিয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনাইদ আহমেদ, ছাত্রলীগ নেতা কাজী ফখরুল ইসলাম প্রমুখ। সভায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এছাড়া সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন ও বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি রাসেলুর রহমান উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহবান জানান। এ ব্যাপারে ওসি মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিন জানান, আমি ষড়যন্ত্রের শিকার। উলে­খ্য, ১৬ মে মঙ্গলবার বিকেলে বাহুবল উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভার সিদ্ধান্তে ওসি মনিরুজ্জামানের অপসারণ চেয়ে মিছিল বের হয়। মিছিল শেষে পথসভায় বক্তারা প্রতিবার সভার সিদ্ধান্ত নেন।


     এই বিভাগের আরো খবর