,

হবিগঞ্জে রমজান মাসে দিনের বেলা রেস্তোরা খোলে ব্যবসা ॥ মিশ্র প্রতিক্রিয়া

জুয়েল চৌধুরী ॥ শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দিনের বেলা রেস্তোরাগুলোতে খাবার পরিবেশন এখন অনেকটা সীমাবদ্ধ। রমজানে সবার সামনে খাবার খেতে অনেকেই পড়েন লজ্জায়। তাই হবিগঞ্জের বেশিরভাগ দোকানগলোতে চলছে পর্দা টানিয়ে খাবার পরিবেশন। সরেজমিনে দেখা গেছে, শহরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সড়কের ভানু দাশের দোকানে পর্দা টানিয়ে দিনের বেলা খাবার খাওয়ানো হচ্ছে লোকজনকে। এ ছাড়া চৌধুরীবাজার, সিনেমা হল, কোর্ট স্টেশন, শায়েস্তানগর, ২নং পুল, পোদ্দারবাড়িসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক খাবারের পাশাপাশি চা, পান সিগারেটের দোকান রয়েছে। এসব দোকানে হিন্দু ছাড়াও মুসলমানদের অনেকেই খাবারের জন্য ভিড় জমান। কিন্তু রমজান হওয়ায় এখন এ সকল দোকানে টানানো হয়েছে পর্দা। অপরদিকে, যে সকল দোকানে পর্দা টানানো হয়নি তার পড়েছেন খরিদ্দার সঙ্কটে। তাই সব দোকানীরা বেশী খরিদ্দারের আশায় দোকানে পর্দা টানাতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে দোকানীরা বলেন, রমজান মাসে কিছু মানুষ আছেন যারা রোজা রাখতে পারেন না। এসব মানুষ সবার সামনে খাবার খেতে লজ্জা পান। তাই তাদের কথা ভেবে দোকানে পর্দার ব্যবস্থা করা হয়েছে। এহেন অবস্থায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় হবিগঞ্জের কয়েকটি ইসলামি সংগঠনের আহ্বানটি চার দেয়ালের মধ্যে সীমিত হয়ে পড়ল। রমজান পবিত্রতা রক্ষা হচ্ছে না হবিগঞ্জ জেলায়। এঘটনায় রোজাদার মুসল্লীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর