,

তথ্য প্রযুক্তি আইনে হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক গ্রেফতার : আজ প্রেসক্লাবসহ সর্বস্থরের সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় শীর্ষ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ভোর রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এর নেতৃত্বে একদল পুলিশ শহরের টাউনহল এলাকায় অবস্থিত দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকা অফিস থেকে তাকে গ্রেফতার করে। সূত্রে প্রকাশ, পুলিশ জানায়, গত ৮ জুন হবিগঞ্জের স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচারে জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে আওয়ামীলীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয় যাতে হবিগঞ্জ-২ আসনের এমপি মজিদ খানের নামও রয়েছে। এর প্রেক্ষিতে গতকাল সোমবার হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের ভাতিজা ও পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদী হয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার ভোর তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে সোমবার বিকেলে গ্রেফতারকৃত গোলাম মোস্তফা রফিককে হবিগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তথ্য প্রযুক্তি আইনের দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাজী কামাল উদ্দিন জানান, বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে একজন প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধাকে গোলাম মোস্তফা রফিককে অন্যায়ভাবে গ্রেফতারের কারণে হবিগঞ্জের সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলার সাংবাদিক নেতারা অবিলম্বে তার মুক্তির জন্য দাবী জানিয়েছে। অপর দিকে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে গ্রেফতারের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে হবিগঞ্জ প্রেসক্লাব ও সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধনের ডাক দিয়েছেন। মুক্ত গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ও সংবাদপত্রের স্বাধীনতা রায় উক্ত মানববন্ধনে জেলার সর্বস্থরের সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য উদাত্ত্ব আহবান জানিয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর