,

নবীগঞ্জ শহরের যানজট নিরসনে আলোচনা সভা

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জে যানজট নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার (উপ-পুলিশ) অপারেশন মোঃ জিয়াউর রহমান জিয়া, সেকেন্ড অফিসার মোঃ মোবারক হোসেন, মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ এয়র মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, প্যানেল মেয়র-১, এটি এম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর আব্দুস সালাম, জায়েদ চৌধুরী, কবির মিয়া, মোঃ সুন্দর আলী, প্রানেশ দেব, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, রোকেয়া বেগম প্রমুখ। সভা শেষে শহরকে যানজট মুক্ত করতে ফুটপাতের সবজি, ফলমূলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার লক্ষ্যে অভিযান পরিচালিত হয়। পরে তাদের সাথে আলোচনা ক্রমে আজকের মধ্যে নিজ উদ্যোগে গ্রোথ সেন্টারে সরিয়ে নেয়ার নিদের্শ প্রদান করা হয়। এবং নবীগঞ্জ-শেরপুর রোর্ডের বিশ্ব কর্মা স”মিল (১) ও বিশ্ব কর্মা স”মিল (২) এর সামনে রাস্তার পার্শ্বে গাছ গুলি সরানোর জন্য আগামী শনিবারের মধ্যে নিদের্শ প্রদান করা হয়েছে। অন্যাতায় আগামী রবিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


     এই বিভাগের আরো খবর