,

রমজানের শিক্ষা ও আদর্শ সকলকে ধারণ করতে হবে -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়েনি। আগামী পবিত্র ঈদেও মুসলমানরা যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারে সেদিকে সরকার নজর রাখছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার নানা সহায়তা প্রদান করে আসছে। তিনি বলেন, রমজানের শিক্ষা ও আদর্শ সকলকে ধারণ করতে হবে। তিনি গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালসহ নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আমিনুল হক। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল আলীম। এর আগে বক্তব্য দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় ৪ নেতা সহ মুক্তিযুদ্ধের সকল শহীদের আতœার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, দেশ জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।


     এই বিভাগের আরো খবর