,

চুনারুঘাটে খোয়াই নদীর বাঁধ উপচে ৪৫টি গ্রাম প্লাবিত : বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে ইউএনও

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের দুঃখ হিসেবে পরিচিত খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত থেকে দ্রুতগতিতে পানি খোয়াই নদীতে নেমে আসায় ভাঙ্গন আতংকে দিন কাটাচ্ছেন চুনারুঘাটবাসী। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা পর্য়ন্ত খোয়াই নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ মুখ চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে বিপদ সীমার ২০৫ সেঃ মিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর বাধ উপচে গাজীপুর, আহম্মদাবাদ, পাইকপাড়া, শানখলা, সাটিয়াজুরী, রাণীগাও ইউনিয়নের প্রায় ৪৫টি গ্রাম পানির নিছে তলিয়ে গেছে। চুনারুঘাট কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২হাজার হেক্টর জমির রোপা আউশ ধান পানিতে তলিয়ে গেছে। এদিকে মঙ্গলবার বিকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা উপজেলা কালিশিরী, কালামন্ডল, হারাজুরা, পুলপাড়, ছয়শ্রী, বগাডুবী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, গত দুদিন ধরে অবিরাম বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পাড় উপচে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি প্রবেশ করায় মানুষ পড়েছে চরম দূর্ভোগে। উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ তৎপরতা চলছে।


     এই বিভাগের আরো খবর