,

ত্রৈমাসিক পারফরমেন্স রিভিউ মিটিংয়ে জেলা প্রসাশক : মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে

স্টাফ রির্পোটার ॥ জেলা প্রসাশক সাবিনা আলম বলেন, আগামী প্রজন্ম যদি সুস্থ্যভাবে পৃথিবীতে না আসতে পারে তাহলে সুন্দর একটি পরিবার কিংবা সমাজ গঠন সম্ভবনা। যেহেতু হবিগঞ্জ জেলা অন্যান্য জেলার তুলনায় মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নে এগিয়ে যাচ্ছে সেহেতু এই ধারাবাহিকতাকে আমাদের ধরে রাখতে হবে। তিনি গতকাল বুধবার সদর হাসপাতালের কনফারেন্স রুমে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ত্রৈমাসিক পারফরমেন্স রিভিউ মিটিং এ প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফী লিপির সভাপত্তিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার সফিউল আলম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের ডাঃ সাব্বির আহমেদ, হবিগঞ্জের সিনিয়র ডঃ বিভাকর রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এমও এমসিএইচ এন্ড এফপি। মা-মনি এইচএসএস প্রকল্পের সহায়তায় ও সিনিয়র মেডিকেল টেকনলজিষ্ট নিখিল রঞ্জন শর্মার পরিচালনায় প্রতিবেদন উপস্থাপন করেন এমও-এমসিএইচ এন্ড এফপি ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা ও এমও ডিসি ডাঃ নির্ঝর ভট্রাচার্য।


     এই বিভাগের আরো খবর