,

নবীগঞ্জ বানিয়াচং রোডে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

স্টাফ রিপোর্টার ॥ গত সোমবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ-বানিয়াচং রোডে গাছ ফেলে ডাকাতি সংঘঠিত হয়েছে। সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী সাজ সুতা ঘরের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম (৩৮) ও তার ভাতিজা (১৮) গত সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়ী গুজাখাইরে যাওয়ার পথে নবীগঞ্জ-বানিয়াচং কাগাপাশা রোডের বড় ব্রীজের নিকটে পৌছামাত্র রাস্তায় গাছ দেখতে পান। তখন তার সন্দেহ হলে মটর সাইকেলটি দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করলে মুখোশধারী ৭/৮ জনের একদল ডাকাত তাকে গিরে ফেলে। তখন তাদের সাথে থাকা স্যামসান এন্ডয়েট দুইটি মোবাইল ও নগদ প্রায় ২৬ হাজার টাকা এবং মূল্যবান গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়ে যায়। এবং ডাকাত দল মটর সাইকেলটিও ছিনেয়ে নিয়ে যায়, কিন্তু ভাগ্যভাল কিছু জায়গা যাওয়ার পর মটর সাইকেল এর চেইন ছিড়ে যাওয়াতে তখন সাইকেলটি রাস্তার পার্শ্বে রেখে চলে যায়। এসময় তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে সাথে সাথে এএসআই ফুলচাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং খোঁজাখুজি করে ডাকাতদের ধরতে ব্যর্থ হয়।


     এই বিভাগের আরো খবর