,

বাহুবল পুঞ্জিবাসীর জীবনমান উন্নয়নে আমি কাজ করবো এমপি কেয়া চৌধুরী

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পাহাড়ি এলাকায় আদিবাসী আলীয়াছড়া খাসিয়া পুঞ্জিকে সমৃদ্ধ করতে পদক্ষেপ নেবেন এমপি কেয়া চৌধুরী। ১৬ জুলাই রবিবার পুঞ্জি পরিদর্শনকালে এমপি কেয়া চৌধুরী এ কথা বলেছেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পুঞ্জির মন্ত্রী উটিয়ান টংপেয়ার’র সভাপতিত্বে আলীয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, পিতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরীর সাথে ছোট বেলায় বর্তমান মন্ত্রীর বিয়েতে এ পুঞ্জিতে এসেছিলাম। এর দীর্ঘ সময় অতিক্রম হয়েছে। এরমধ্যে এমপি হবার পর এখানের গীর্জার উন্নয়ন কাজে বরাদ্দ দিয়েছিলাম। এবার নিজ চোখে দেখে গেলাম। পুঞ্জির বস্তির সমজিদ ও মাটি রাস্তার উন্নয়নে বরাদ্দ দেব। বরাদ্দ দেব পুঞ্জির গীর্জার জন্যও। এখানের যুব নারীদের জন্য বাড়ি বাড়ি কর্মসংস্থান গড়ে দিতে চাই। তাই তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছি। পুঞ্জির গেইট থেকে স্কুল পর্যন্ত এক কিলোমিটার পাকা সড়কের জন্য বরাদ্দ নিয়ে আসার চেষ্টা করব। বিদ্যুতের সমস্যা সমাধানে ভূমিকা রাখব। কালভার্ট নির্মাণে বরাদ্দ নিয়ে আসার চেষ্টা করছি। তিনি বলেন, এখানের পাহাড়ে বিষমুক্ত ফসল চাষ হচ্ছে। এ ফসল দেশের বিভিন্নস্থানে সরবরাহ থাকে। কিছু পরিমাণে বিদেশেও রপ্তানী হচ্ছে। তাই এখানের পাহাড়ি জমিকে কিভাবে আর কাজে লাগানো যায়, সেজন্য চাষীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করে যাব। আর পুঞ্জির প্রবেশদ্বারে গেইট নির্মাণের বিষয়টিও মাথায় রয়েছে। তিনি বলেন, এসব চেষ্টা বাস্তবায়ন করতে চাই। এতে করে এখানে সমৃদ্ধ একটি পুঞ্জি গড়ে উঠবে। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আদিবাসীদের কল্যাণে ব্যাপকভাবে কাজ করছে। আর আমি নেত্রীর নির্দেশ মেনে নবীগঞ্জ-বাহুবলসহ আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছি। স্কুল শিক্ষক বিকাশ চন্দ্র দেবের পরিচালনায় এ সভায় বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আপ্তাব উদ্দিন, মেম্বার শ্রী কুমার কৈরী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইছুব আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ রজব আলী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বছির, যুবলীগ নেতা মোঃ ফজলুর রহমান ফজল, ছাত্রলীগ নেতা মোঃ আলাউদ্দিন প্রমুখ। এ সভায় আওয়ামী পরিবারের নেতাকর্মী, পুঞ্জির শত শত নারী-পুরুষ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এমপি কেয়া চৌধুরী পুঞ্জি এলাকা ঘুরে দেখে মন্ত্রী উটিয়ান টংপেয়ারের বাসায় যান। সেখানে গিয়ে তিনি কিছু সময় অতিবাহিত করেন।


     এই বিভাগের আরো খবর