,

রোডম্যাপ বা¯—বায়নের মাধ্যমে আগামী সংসদ নির্বাচন হবে

সময় ডেস্ক \ নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, নির্বাচনকালীন সরকার কি হবে সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। তবে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপে¶ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়াই নির্বাচন কমিশনের ল¶্য। এ ল¶্য নিয়েই নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপ বা¯—বায়নের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলা প্রশাসনের সম্মেলন ক¶ে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বিতরণ খুলনা পর্বের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। এসময় বেগম কবিতা খানম বলেন, ‘ঘোষিত রোডম্যাপে কোন খানাখন্দ নেই। তবে সকল দলের অংশগ্রহণের জন্য লেভেল পে­য়িং ফিল্ড তৈরিতে উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। এ জন্য নিবন্ধিত সকল দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। সকলের অংশগ্রহণ এবং ভোটাররা যাতে ভোট দিয়ে নির্বিঘেন বাড়ি ফিরতে পারে সে জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে কমিশন।’ সকলকে নিয়ে বসতে পারলে সমস্যার সমাধান সম্ভব হবে বলেও মনে করেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের ব্যক্তিগত দলিল। এর গুর“ত্ব এবং মর্যাদা অনেক। দেশে-বিদেশে সব জায়গাতেই এর প্রয়োজনীয়তা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং বরিশালের পর খুলনায়ও এ পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুর“ হলো। পর্যায়ক্রমে দেশের সকল নাগরিকের হাতে এ পরিচয়পত্র তুলে দেয়া হবে। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক উপস্থাপনা করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শি¶ক, সাংবাদিক ও নারী নেত্রীসহ নগরীর ১৭জন বিশিষ্ট ব্যক্তির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।


     এই বিভাগের আরো খবর