,

SAMSUNG CAMERA PICTURES

বানিয়াচঙ্গে অপহরণের নাটক সাজিয়ে প্রতিপ¶কে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল শিবলু

জুয়েল চৌধুরী \ বানিয়াচঙ্গে অপহরণের নাটক সাজিয়ে প্রতিপ¶কে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেল শিবলু মিয়া (২২) নামে এক যুবক। সদর থানার ওসি’র আপ্রাণ চেষ্ঠায় প্রায় ৩ মাস পর তাকে উদ্ধার করা হয়। এসময় আশ্রয়দাতা জহুর আলীকে আটক করা হয়। গতকাল বুধবার বিকেল ৩টায় সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নির্দেশে এসআই মো¯—াক ও এএসআই হাকিমের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং উপজেলার পুকড়া দৌড়া গ্রামে অভিযান চালিয়ে জহুর আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বানিয়াচং উপজেলার বড়কান্দি গ্রামের জামাল মিয়ার পুত্র শিবলু মিয়া গত ১৯ এপ্রিল দুপুরে রাজ নগর এলাকা থেকে অপহরণ হয় মর্মে সদর থানায় একটি মামলা দায়ের করে তার মা আরিছা খাতুন। আসামীরা হল, একই গ্রামের সাইকুল, হাবিব, ইউসুফ আলী, আব্দুর রউফসহ ৯ জন। মামলাটি ওসি র“জু করে মোবাইলে কল লিস্টের জন্য ঢাকা সিআইডিতে প্রেরণ করেন। কিন্তু কল লিস্টে শিবলুর অবস্থান জেনে তাকে ধরতে চাইলে সে চতুর চালাক হওয়ায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অবস্থান করে। এমনকি সে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে ব্যার্থ হয়। গতকাল কল লিস্টের সুত্র ধরে তার অবস্থান জানতে পেরে পুলিশ তাকে উদ্ধার করে রাত ১০টায় সদর থানায় সাংবাদিক ও পুলিশকে জানায়, শিবলুকে কেউ অপহরণ করেনি। উলে­খিতদের সাথে জমি জামা নিয়ে বিরোধ থাকায় তার মা ও বাবা আত্মীয় ¯^জনের পরামর্শে এ অপহরণের নাটক সাজিয়েছে। তাকে উদ্ধারের পর শত শত লোক এলাকাবাসি সদর থানায় এসে ওসিকে সাধুবাদ জানিয়েছেন। শিবলু মিয়া ও তার মা গ্রাম বাসিকে ফাঁসানোর জন্য পুর্বে এরকম আরও বেশ কয়েকটি মামলা দায়ের করে বলে জানা গেছে। ওসি জানান, আজ শিবলু মিয়াকে কোর্টে প্রেরণ করা হবে এবং এ নাটকের অন্যন্যদের ধরতে পুলিশ অভিযান শুর“ করবে।


     এই বিভাগের আরো খবর