,

বাউসা গ্রামে সংখ্যালঘু এক পরিবারের শ্বসানের জায়গার গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের সংখ্যালঘু হিন্দু পরিবারের শ্বশানের জায়গা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার গাছ জোরপূর্বক কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। উক্ত ঘটনায় চার জনকে আসামী এবং অজ্ঞাত আরো ৬/৭ জনকে রেখে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৫) এর আদালতে মামলা দায়ের করেছেন বাউসা গ্রামের মৃত সত্যেন্দ্র নাথ বৈশ্যের পুত্র সমরেন্দ্র বৈশ্য। মামলা সুত্রে জানা যায়, সমরেন্দ্র বৈশ্যের কাকা ভানু বৈশ্যের নামিয় ২১ শতক ভূমি থেকে ১৬ শতক ভূমি একই গ্রামের বাবরু মিয়ার মেয়ে রিনা বেগমের নিকট বিগত ২০১২ সালে বিক্রি করেন এবং অবশিষ্ট ৫ শতক ভূমিতে তার মা, বাবা, অন্যান্য স্বজনদের শশ্বান বিদ্যমান থাকায় ঐ জায়গা বিক্রি না করে খালি জায়গায় সেগুন, মেহগুনি, একাশি সহ বিভিন্ন জাতের গাছ রোপন করেন। তাদের পরিবারের সকলই বাহিরে কর্মরত থাকায় ভানু বৈশ্যের ভাতিজা সমরেন্দ্র বৈশ্য ও গ্রামে থাকা তার নিকট আত্বয়ীরা উক্ত জায়গার দেখাশুনা করেন। তারা গ্রামে না থাকায় তাদের শশ্বানের খালি জায়গা থেকে পর্যায়ক্রমে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার গাছ জোরপূর্বক কেটে নিয়েছে পার্শ্ববর্তির সিমানার মালিক রিনা বেগম ও তার লোকজন। সমরেন্দ্র বৈশ্য তার নিকট আত্বীয়দের মারফতে খবর পেয়ে অন্যান্য প্রতিবেশিদের সাথে নিয়ে শশ্বানের জায়গায় গিয়ে দেখেন গাছ কাটা শুধু গাছের গুড়া রহিয়াছে। এমনকি শশ্বানের উপরের তুলসি গাছটি কেটে তাদের ধর্মিয় অনুভূতিতে আগাত করেছে। শশ্বানের জায়গার মাটি কোদাল দিয়ে কেটে শশ্বানের পবিত্রতা নষ্ট করে। সাক্ষীর মারফতে খবর পেয়ে সমরেন্দ্র বৈশ্য রিনা বেগমের বাড়িতে গিয়ে কাটা গাছগুলোর টুকরা দেখতে পান। গাছ কাটা ও শশ্বানের মাটি কাটার বিষয়ে রিনা বেগমের কাছে জানতে চাইলে রিনা বেগম উত্তেজিত হইয়া সমরেন্দ্রকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে রিনা বেগম ও তার লোকজন তার সামনেই দা, কোদাল, কুড়াল, নিয়া, শশ্বানের ৫ শতক জায়গার গাছ কাটা এবং শশ্বানের মাটি কুড়াতে থাকে। সমরেন্দ্র বৈশ্য তাদেরকে বাধা দিলে রিনা বেগমের লোকজন সমরেন্দ্রকে প্রাণে হত্যার উদ্যোশে হামলা করার চেষ্টা চালায়। সমরেন্দ্র বৈশ্য উক্ত ঘটনাটি গ্রামের মুরুব্বিয়ানকে অবগত করেন। বিজ্ঞ মুরুব্বিয়ান অনেক চেষ্টা করেও সামাজিক বিচারের ব্যাপারে রিনা বেগমের কাছ থেকে কোন সাড়া না পাওয়ায়। সমরেন্দ্র বৈশ্য বাদি হয়ে শশ্বানের পবিত্রতা নষ্ট করে ধর্মিয় অনুভূতিতে আগাত, গাছ কাটা ও গাছ চুরি, প্রাণে হত্যার হুমকির অভিযোগে, রিনা বেগমের ভাই মোঃ এয়র মিয়া, আকবর মিয়া, আংগুর মিয়া ও রিনা বেগমসহ অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে গত ৯-০৭-২০১৭ইং তারিখে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত নবীগঞ্জ থানাকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ প্রদান করেন। সংখ্যালঘু পরিবারের শশ্বানের জায়াগার গাছ কাটা ও শশ্বানের মাটি কাটা নিয়ে গ্রামের সংখ্যালঘুদের মধ্যে চাপা ক্ষোভ ও আতংক বিরাজ করছে। উক্ত ঘটনায় আলোচনা, সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।


     এই বিভাগের আরো খবর