,

বাহুবল উপজেলা ৫০ শয্যা হাসপাতাল নামে আছে কাজে নেই

বাহুবল সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার ৫০ শয্যা হাসপাতাল চালু হবার ৭ মাস পরেও প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সামগ্রী, ঔষধ পত্রের অভাবে স্বাস্থ্য সেবা ব্যহত হচ্ছে। এ হাসপাতালটি বাহুবল উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র। এ হাসপাতালে মোট ২১ জন ডাক্তার ২১ জন নার্স থাকার কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সহ ৬ জন ডাক্তার কর্মরর্ত আছেন। বর্তমানে ১ জন মহিলা ডাক্তার ও ১ জন পুরুষ ডাক্তার বুনিয়াদি প্রশিক্ষণে যাওয়াও মাত্র ৪ জন ডাক্তার দিয়ে ঢিলা-ঢালা ভাবে চলছে চিকিৎসা সেবা। ৭-৮ বছর যাবৎ ল্যাব ও প্যথলজি বিভাগ বন্ধ থাকায় গরীব ও অসহায় রোগিরা নূন্যতম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর এ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হাসপাতালের ৫০ শয্যা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সরজমিনে গিয়ে দেখাযায়, মার্তৃত্ব সেবার ডেলিভারি রুমটির ছাদ চুয়ে পানি মেঝেতে পড়ে। যার ফলে ময়লা আর্বজনার কারণে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার বাবুল কুমার দাসের সাথে কথা বললে তিনি জানান যে লোকবল সহ বিভিন্ন সমস্যা সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর