,

সেবা প্রদানকারী ও গ্রহণকারীর মধ্যে সেতু বন্ধন করতে হবে -জেলা প্রশাসক সাবিনা আলম

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জে জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, সেবা প্রদানকারী ও সেবাগ্রহণকারীর মধ্যে একটি সেতু বন্ধন করতে হবে। সাধারণ মানুষ যাতে সহজে সেবা পেতে পারে তার জন্য আমাদের সবাইকে আরো আন্তরিকতার সহিত কাজ করা প্রয়োজন। সরকারের প্রতিটি বিভাগ আন্তরিকতার সাথে কাজ করছে বিধায় বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। তিনি গতকাল রবিবার জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক ২০১৭ প্রদান উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার মোঃ সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন্নবী, হবিগঞ্জ দূনীর্তি দমন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ মোঃ জমির আলী, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ হবিগঞ্জ বিআরটিএ, শিক্ষা বিভাগ, মহিলা বিষয়ক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন বিভাগের স্টল পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর