,

শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বানিয়াচংয়ের কলেজ ছাত্রসহ নিহত ২ \ আহত ৩ \ ২ জনের অবস্থা আশঙ্কাজনক

জুয়েল চৌধুরী \ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর সিটি পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে ৩ জন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল­ার রুকু মিয়ার কলেজ পড়–য়া পুত্র আশিক মিয়া (২২) ও রুসমত উল­াহর পুত্র বাচ্চু মিয়া (৪৮)। আহত অবস্থায় দোলন মিয়া (২৮), জলিল মিয়া (৩২) ও লেচু মিয়া (৩৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় জলিল মিয়া ও প্রবাসী দোলন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত আশিক মিয়া বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র। জানা যায়, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি মহাসড়কের ওলিপুর নামক স্থানে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৩ জন আহত হয়। সংঘর্ষে ধুমড়ে-মুছড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জের হাইওয়ে পুলিশ মরদেহ ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, কাতার ফেরত এক প্রবাসীকে আনতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারা। ফিরতি পথে শায়েস্তাগঞ্জের অলিপুর সিটির সামনে এ দূর্ঘটনা ঘটে। এদিকে গতকাল রাত ৮টায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন তাদের লাশ বাড়ি নিয়ে যান। উভয় গাড়ির চালকই পাওয়া যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর