,

হবিগঞ্জে র‌্যাবের হাতে অপহরণ মামলার আসামী গ্রেফতার

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে অপহরণ মামলায় ছিদ্দিক মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার কলিমনগর গ্রামের মৃত হাফিজ উল্লাহর পুত্র। র‌্যাব জানায়, ছিদ্দিক মিয়া বিভিন্ন সময় মানুষকে চেতনানাশক পদার্থ দিয়ে অজ্ঞান করে মুক্তিপণ দাবি করে আসছিল। সম্প্রতি একই এলাকার রূপম মিয়া নামের একজনকে চেতনানাশক পদার্থ দিয়ে অজ্ঞান করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সে। এ ঘটনায় তাকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য কলিমনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বলেন, ছিদ্দিক মিয়া বড় ধরনের অপহরণ চক্রের সাথে জড়িত। বিভিন্ন সময়ে সে লোকজনকে চেতনা নাশক পদার্থ দ্বারা অজ্ঞান করে মুক্তিপণ দাবি করে আসছে। সে আইন শৃংখলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্নরূপ ধারণ করে আসছিল। গ্রেফতার আসামীকে শায়েস্তাগঞ্জ থানায় জিডির মূলে হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর