,

নবীগঞ্জের পাঞ্জারাই স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্নার অনিয়ম প্রমানিত

মুরাদ আহমদ ॥ নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্তের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রেরিত প্রতিবেদনের প্রেক্ষিতে গত ১৩ আগষ্ট উপ/প্রাই/সিল/মামলা(হবি) ৪৯৮/২০১৫/১১৬৯(৪) নং স্বারকে তাহমিনা খাতুন বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগ থেকে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্তের বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না এবং সরকারী কর্মচারী শৃংখলা ও আপিল বিধি অনুযায়ী কেন বিভাগীয় মামলা রুজু করা হবে না তার জবাব আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জামসেদুর রহমান এবং মোঃ খুরশেদ আলম স্বাক্ষরিত উশিঅ/নবী/হবি- নং স্মারকে প্রেরিত প্রতিবেদনে বলা হয়েছে পাঞ্জারাই গ্রামের মোঃ রফিক আহমেদ বকুলসহ ১০ ব্যক্তি উপজেলা শিক্ষা অফিসার বরাবরে প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্তের বিরুদ্ধে সরকারি বরাদ্দের টাকা আত্মসাত এবং বিভিন্ন দুনীতির অভিযোগ করেন। অভিযোগে তারা উল্লেখ করেন প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্ত ২০১৬- ২০১৭ অর্থ বছরের স্লি­প এবং প্রাক-প্রাথমিক সরকারি বরাদ্দের টাকা দিয়ে কোন কাজ না করে তিনি সে টাকা আত্মসাত করেছেন। এছাড়াও তিনি বিদ্যালয় জাতীয় সংগীত পাঠ, জাতীয় দিবস উদযাপন, মা সমাবেশ ও অভিভাবক সমাবেশ না করে দায়িত্ব পালনে গাফিলতি করছেন। এছাড়াও বিদ্যালয় এলাকায় ক্যাচমেন্ট ম্যাপ না থাকা, বিদ্যালয়ের ঘন্টি ব্যবহার না করা, ছাত্র-ছাত্রীদের যত্রতত্র মল ত্যাগ করা, আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের খেলা পরিচালনা না করে উক্ত বরাদ্দের টাকা আত্মসাত, শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকা করে ভর্তি ফি আদায় করা, প্রাথমিক সমাপনি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রসংশাপত্র বাবদ ২ শত/ ৩ শত টাকা আদায়, প্রধান শিক্ষিকা নিয়মিত স্কুলে না আসা এবং নির্ধারিত সময়ের পূর্বেই স্কুল থেকে চলে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। এ সকল অভিযোগের সত্যতা পাওয়ায় তারা প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্তের বিরুদ্ধে বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগ বরাবরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করলে উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগ এ আদেশ প্রদান করেন। উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগ থেকে প্রেরিত আদেশে তার বিরুদ্ধে কর্তব্যকাজে চরম অবহেলা অসদাচরনের সামিল বলেও উল্লেখ করেছেন।


     এই বিভাগের আরো খবর