,

হবিগঞ্জে ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে আটক ১

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯বম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে আটক কলেজ ছাত্র পলাশকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা কাজী নজমুল হোসেন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে ওই ছাত্রীর জবানবন্দি শেষে তার পিতার জিম্মায় দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, শহরের রাজনগর এতিমখানা এলাকার বাসিন্দা মুহিবুর রহমানের পুত্র সিলেট সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র মাহবুবুর রহমান পলাশ তারই প্রতিবেশী কাজী নাজমুল হোসেনের কন্যা বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯বম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করতো। বিষয়টি ওই ছাত্রী তার পিতাকে জানালে ছাত্রীর পিতা পলাশের অভিভাবকদের নিকট বিচার প্রার্থী হন। এতে পলাশ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত বুধবার ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফেরার পথে কলেজ কোয়ার্টার এলাকায় পলাশ ওই ছাত্রীকে উত্যক্ত করে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা থানায় অভিযোগ দিলে এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ রাজনগর এলাকায় অভিযান চালিয়ে পলাশকে আটক করে। এদিকে পলাশকে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী মহল থানায় দৌড়ঝাপ শুরু করে। এক পর্যায়ে ওই ছাত্রীর পিতা থানায় মামলা দায়ের করলে প্রভাবশালী মহল ব্যর্থ হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে পলাশকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। কিন্তু তার পক্ষে কোন আইনজীবি জামিন আবেদন না করায় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।


     এই বিভাগের আরো খবর