,

নবীগঞ্জের জাসদ নেতা শহীদ উদ্দিনের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন ॥ আওয়ামীলীগ নেতা মিলাদ গাজীর শোক

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম গ্রামের বাসিন্দা জাসদ নেতা শেখ মোঃ শহীদ উদ্দিন (৬২) গত মঙ্গলবার রাত ১০টায় তার নিজ বাইড়তে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি ………….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যা সন্তানসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাকে শেষবারের মতো এক নজর দেখতে রাতেই অসংখ্য মানুষ তার বাড়িতে ভীড় জমান। খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী জেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ গাজী মিলাদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উপজেলা ছাত্র দলের সভাপতি হারুনুর রশীদ হারুন, উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রকিব, সিনিয়র সাংবাদিক মোঃ আবু তালেব, পিন্টু পুরকায়েস্থ, অনু আহমেদ, এটিএম রুবেল আহমেদ, রুহুল আমীন, পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, আমিনুল ইসলামসহ অসংখ্য মানুষ। এসময় শাহনেওয়াজ মিলাদ গাজী বাসদ নেতা শহীদ উদ্দিনের মৃত্যু শোক প্রকাশ করে মরহুমের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। গতকাল বুধবার বেলা ২ টায় তার নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাংবাদিক ও গীতিকার মোঃ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফুসহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর