,

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে আউশকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আকিকুর রহমান সেলিম ॥ মিয়ানমারে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে সহস্রাধিক জনতার বিশাল মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর আউশকান্দি শ্রমিক সমবায় সমিতি কর্তৃক আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আউশকান্দি মার্কুলী সি.এন.জি স্ট্যান্ড ম্যানাজার মুজিবুর রহমান বজলু ও সাংবাদিক এম.মুজিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাজী মহিবুর রহমান (হারুন), সি.এন.জি শ্রমিক সভাপতি খালেদ আহমদ জজ (মেম্বার), ইউপি যুবলীগের আহবায়ক আব্দুল হামিদ নিকছন, শ্রমিক নেতা তজমুল হক, মোঃ আব্দুল জলিল, মোঃ মুক্তার হোসেন তালুকদার, ইউপি সদস্য মোঃ আব্দুল মুকিত, লিয়াকত খাঁন, শ্রমিক নেতা মল্লিক মিয়া, দিলশাদ মিয়া, মুজিবুর রহমান, শিক্ষক হাফিজ ছালিক আহমদ, মাও: আব্দুল হাদী জালালী, ক্বারী সুলেমান আহমদ, ইমাম হাফিজ ফজলু মিয়া, মাও: সামসুর রহমান, মাও: আব্দুল বারী, মাও: মোহাইমিন, হাফিজ ইব্রাহিম আলী, মাও: আফজল হোসেন, ক্বারী মাও: জুবায়ের আহমদ (লায়েক), মৌলানা আলতাব আলী, ক্বারী আব্দুল কাইয়ুম, কাজী আব্দুল বাছিত, এম, এ ছবুর, সি.এন.জি ম্যানাজার মাইদুল ইসলাম ও নোমান আহমদ, আব্দুল মালিক লন্ডনী, মোঃ এহিয়া, শওকত মিয়া, আব্দুর রাজ্জাক, আবু মূসা প্রমুখ। মায়ানমারে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চতর থেকে শুরু করে বিশাল বিক্ষোভটি বাজারের গুরুত্ব পূর্ণ স্থান প্রদক্ষিণ করে মহাসড়কে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে।


     এই বিভাগের আরো খবর