,

হবিগঞ্জের এডঃ মারুফ উদ্দিন চৌধুরী আর নেই

মোহাম্মদ আলী মমিন ॥ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মরহুম মাহবুব উদ্দিন চৌধুরীর ছোট ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, হবিগঞ্জ বার এসোসিশনের সাবেক সভাপতি এডঃ মারুফ উদ্দিন চৌধুরী ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি …..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর। উল্লেখ্য বিগত ৩ বছর পূর্বে শায়েস্তানগর, উচাইল মার্কেটের পূর্ব দিকে নিজ বাসার সামনে সড়ক দুর্ঘটনায় আহত হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি। কয়েক দিন পূর্বে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকাস্থ সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এডঃ মারুফ উদ্দিন চৌধুরী স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর হবিগঞ্জ জেকে এন্ড হাই স্কুল কলেজ মাঠে ও বাদ মাগরিব মাধবপুর উপজেলাস্থ নিজ বাড়ী পিয়াইম চৌধুরীর বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হবিগঞ্জ জেলার অত্যন্ত সুপরিচিত স্বজ্জন, পরিচ্ছন্ন ত্যাগী রাজনীতিবিদ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডঃ ফারুক উদ্দিন চৌধুরী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এডঃ আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি ও এডঃ আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপি, সুপ্রীম কোর্টের আইনজীবি এডঃ মোঃ মাহবুব আলী এমপি, সংরক্ষিত সাংসদ এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি জিপি আফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, সাবেক হবিগঞ্জ পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডঃ আব্দুল মোতালিব চৌধুরী ও এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, শোয়েব চৌধুরী, হবিগঞ্জ নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সৈয়দ আফরোজ বখত, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল আওয়াল তালুকদার, এডঃ মোঃ আশরাফ উদ্দিন আহমেদ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর