,

গতকাল ৩ নভেম্বর শুক্রবার দৈনিক হবিগঞ্জ সময় ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস সহ বিভিন্ন স্থানীয় পত্রিকায় ”নবীগঞ্জে ফুটারমাটিতে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংখ্যালঘু দিন মজুরের উপর হামলা”

শিরোনামসহ ভিন্ন ভিন্ন পত্রিকায় বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি পড়ে আমি হতভম্ব হলাম। ওই সংবাদে বলা হয়েছে আমার গ্রামের মৃত কেতকী সূত্রধরের পুত্র নিরঞ্জন সূত্রধরকে আমি কদর উদ্দিনসহ কয়েক জন মিলে তাকে পথরুদ্ধ করে হামলা করে তার সাথে থাকা ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র ছিনিয়ে নিয়েছি। যাহা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো সংবাদ। প্রকৃত ঘটনাটি হচ্ছে আমার নিজ গ্রাম ফুটারমাটি গ্রামের প্রমুদ রঞ্জন সূত্রধর এর কাছ থেকে প্রায় চল্লিশ বছর পূর্বে আমার বাবা মৃত আলীম উল্লাহ্ ফুটারমাটি মৌজাস্থ আউশ রকম ৮ শতাংশ ভুমি ক্রয় করেন। বর্তমানে চল্লিশ বছর যাবত ওই ভুমি আমরা ভোগদখল করে আসছি।  কিন্তু আমার পিতার ক্রয়কৃত ভুমির প্রতি কুদৃষ্টি পরে নিরঞ্জন সূত্রধরের। সে তার চাচা প্রমুদ রঞ্জন সূত্রধরকে প্রলোভন দিয়ে ওই ভুমি দখলের পাঁয়তারা করে আসছে। অবশেষে জানতে পারি ওই ভুমি বিক্রেতা প্রমুদ রঞ্জন সূত্রধরের নামেই রেকর্ড রয়েছে। এতে ৮ শতাংশ ভুমি রেজেষ্ট্রারি করে আমাকে দিতে বিভিন্ন টালবাহানা করায় আমি ভবিষ্যৎ চিন্তা করে তার কাছে ২০ হাজার টাকা রফাদফা করি। কিন্তু সময়মত রেজেষ্ট্রারি করে না দিয়ে অন্য ফন্ধি খুঁজতে থাকে। তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি গ্রামের গন্যমান্য লোকদের দারস্থ হই। তারাও শালিস বিচারে ব্যর্থ হন। এবং আজ ৪ নভেম্বর সকাল ১১টায় ওই বিরোধপূর্ণ ভুমির স্থলে পংখি মিয়ার বাড়ীতে নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট শালিস বিচারকদের সমন্বয়ে বিরোধ নিস্পত্তির জন্য একটি  বৈঠকের আয়োজন করা হয়। আমার বিশ্বাস ওই বৈঠককে বানচাল করতে ও ভুমির রেজেষ্ট্রারি নিয়েই উল্টো আমাকে ও আমার পক্ষের লোকদের হয়রারি করতে নতুন ঘটনা সাজিয়ে হয়রানি করার পায়তারা করছে নিরঞ্জন সূত্রধর ও তার লোকজন। আমাকে জড়িয়ে যে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ  জানাই। সেই সাথে প্রকাশিত ওই মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীসহ সকলের প্রতি আহবান জানাই।

প্রতিবাদকারী
মোঃ কদর উদ্দিন
পিতাঃ মৃত আলীম উল্লাহ্
গ্রামঃ ফুটারমাটি
“নবীগঞ্জে ফুটারমাটিতে ভূমি সংক্রান্ত বিরোধের
জের ধরে  সংখ্যালঘু দিন মজুরের উপর হামলা”
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কদর উদ্দিনের ব্যাখ্যা


     এই বিভাগের আরো খবর