,

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না মেধাবী ছাত্রী পঞ্চমীর

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চমী সরবী (১২) মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী এবং উপজেলার সুরমা চা বাগানের অরবিন্দু সবরের মেয়ে। দীর্ঘদিন ধরে অজ্ঞাত একটি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছে সে। চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে। পিঠ, গলায় এবং কোমড়ে প্রচন্ড ব্যাথা নিয়ে বেশ কিছুদিন বিদ্যালয়ে গেলেও গত ৬ মাস যাবৎ যেতে পাড়ছে না ক্লাশে। বর্তমানে হাটা-চলাও অসম্ভব হয়ে পড়েছে তার পক্ষে। একদিকে সংসারে অভাব-অনটন অপরদিকে ব্যায়বহুল চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছেন পঞ্চমীর বাবা-মা। পঞ্চমির মা চম্পা মনি সবর বলেন, বেশ কিছুদিন পূর্বে তার গলায় ব্যাথা অনুভব করে। দিন দিন বাড়তে থাকে গলার ফোলা এবং ব্যাথা। সম্প্রতি তাকে নিয়ে মাধবপুরের দি ল্যাব এইড হাসপাতালের প্রাইভেট চিকিৎসক শফিকুল ইসলাম স্মরণাপন্ন হলে তিনি উন্নত চিকিৎসার জন্য সিলেটে কিংবা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। শরীরে রক্তশূন্যতা থাকার কারণে চিকিৎসকের পরামর্শ মোতাবেক মাস-খানেক পূর্বে ২ ব্যাগ রক্তও দেওয়া হয় পঞ্চমীর শরীরে। চম্পা মনি আরো জানান, চা বাগান থেকে তিনি মজুরী পান ৮৫ টাকা। তার উপর স্বামীও কর্মঅক্ষম। সংসারের সদস্য সংখ্যা ৬ জন। এ টাকায় সংসার চালানো ব্যাপক কষ্টকর। চিকিৎসা তো দূরহ ব্যাপার। দি ল্যাব এইড হাসপাতালের পরিচালক মোঃ জসিম উদ্দিন বলেন, মেয়েটি হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে রোগ সনাক্ত করতে না পারায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।


     এই বিভাগের আরো খবর