,

টিফিন বক্সে সবসময় কিছু খাবার দিয়ে সন্তানদের স্কুলে পাঠান ॥ ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক

আলী হাছান লিটনpic=sidayk নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলী
গের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক বলেন টিফিন বক্সে সব সময় কিছু খাবার দিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠাবেন। টিফিন বক্সে খাবার দেওয়ার দায়িত্ব মায়েদের উপর। তিনি বলেন কোমলমতি শিক্ষার্থীদের নির্দিষ্ট সময় পর-পর ক্ষুধা লাগে। ক্ষুধা অবস্থায় শিশুরা পড়ালেখায় মনোযোগি হতে পারেনা। শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ও টিফিন বক্স বিতরণের উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষাখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ মেধাবৃত্তি ও উপবৃত্তিসহ বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করা হচ্ছে। শিক্ষার মানউন্নয়নে ও বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি আধুনিক ডিজিটাল রাষ্ট্র হিসেবে রুপান্তরিত করতে সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে আসছে। প্রধানমন্ত্রী উদ্যোগ বাস্তবায়ন করতে মিড ডে মিল চালু ও টিফিন বক্স ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত মা-সমাবেশ ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মাহতাবুর রহমানের সভাপতিত্বে ও বাউসা ইউনিয়ন পরিষদের সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরী’র পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১৩নং এলাকার পরিচালক মোঃ শফিকুর রহমান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি, ওয়ার্ড মেম্বার সাইফুর রহমান, সামাজিক সংগঠন অগ্রযাত্রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হাছান লিটন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী ফারহানা বেগম এবং গীতা পাঠ করেন সুব্রত সুত্রধর। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ছুরুক মিয়া। এতে বক্তব্য রাখেন মোঃ কাজল মিয়া, মতিন মিয়া, সহকারি শিক্ষক আশা রানী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য টিফিন বক্স বিতরণ করেন চেয়ারম্যান আবু সিদ্দিক সহ অতিথিরা।


     এই বিভাগের আরো খবর