,

SAMSUNG CAMERA PICTURES

হবিগঞ্জ সদর হাসপাতালে নার্স ও আয়াদের দাপটে রোগীরা অতিষ্ঠ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে নার্স ও আয়াদের দাপটে রোগীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রতিনিয়ই তাদের অশালীন আচরণের কারণে বিব্রতবোধ করছেন রোগীর স্বজনরা। কোন কোন সময় রাগান্বিত হয়ে রোগীদের ইনজেক ও স্যালাইন
খোলে ফেলছেন। গত রবিবার সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত মুনজব আলীর স্ত্রী মুলুক চাঁন বেগম (১০২) বাধ্যর্কজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার রক্ত সরবরাহ করার কথা বলেন। ডাক্তারের কথামতো গত মঙ্গলবার রাতে পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা নিরঞ্জন গোস্বামী শুভ ওই মহিলাকে রক্ত প্রদান করেন। রাতে সার্জারী ওয়ার্ডে নার্স ওই রোগীকে রক্ত সরবরাহ করেন। ওই নার্স তার দায়িত্ব শেষে চলে গেলে ডিউটি আসেন আরেক নার্স। এ সময় ওই রোগীর পুত্রবধূ জয়তুননেসা ওই নার্সকে গিয়ে বলেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে দেখে যেতে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই নার্স। তিনি ওই রোগীর শরীর থেকে রক্তের ব্যাগ খোলে ফেলে ছুড়ে দেন। এ নিয়ে রোগীর পুত্রবধূর সাথে ওই নার্সের বাকবিতন্ডা হয়। অভিযোগ রয়েছে চিকিৎসকগণের দেয়া ঔষধ বদলে নার্সরা অন্য ঔষধ ব্যবহার করছেন। ফলে হিতে বিপরীত হচ্ছে।


     এই বিভাগের আরো খবর