,

নবীগঞ্জে হত্যা মামলার আসামী শেখ রাসেলকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক হত্যা মামলার আসামীকে খুঁজছে পুলিশ। গত রোববার (৫ই নভেম্বর) নবীগঞ্জ উপজেলার এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দক্ষিন গ্রাম গ্রামের আশরাফ আলীর পুত্র শেখ রাসেল আহমেদকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। সুত্রে জানা যায়, দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোড় গ্রামের কৃষক ইউনূস মিয়ার পুত্র স্থানীয় আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে অধ্যয়নরত শাহনাজ (১৫) কে গলা কাটা হত্যা করা হয়েছে মর্মে শেখ রাসেল আহমেদকে আসামী করে মামলা দায়ের করা হয়। পরে আসামী শেখ রাসেল আহমেদ পুলিশের ভয়ে কৌশলে দেশ ত্যাগ করে বিদেশে ফারি জমান। হত্যার পর পরই একজন আসামী কিভাবে দেশ থেকে পালিয়ে যায় এমন প্রশ্ন ছিল সচেতন মহলের। এদিকে হত্যা মামলার আসামীকে পুলিশ হন্ন হয়ে খুঁজছে। যার কারনে নিজ দেশে আসা অনিশ্চিত হয়েছে রাসেলের। এমন অবস্থায় রাসেলের পরিবারের লোকজন হতাশায় দিন কাটাচ্ছেন। সুত্রে আরো প্রকাশ, গত রোববার (৫ই নভেম্বর) নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোড় গ্রামের কৃষক ইউনূস মিয়ার পুত্র শাহনাজ (১৫)কে  গলা কেটে  হত্যা করে স্থানীয় বোয়ালভাঙ্গার হাওড়ের কালীগঞ্জ নামক স্থানে তার লাশ পাওয়া যায়। নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এর পর তার ভাই সাহিদ মিয়া নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় ৬ নং আসামী করা হয় শেখ রাসেল আহমেদকে। শেখ রাসেল আহমেদ এর মা রাশেদা বেগম জানান, তার পুত্র নিরপরাধ। তাকে হয়রানী করতে হত্যা মামলার আসামী করা হয়েছে। তার তিন বোন জানায়- রাসেলকে তার চাচা পূর্ব বিরোধের জের নিয়ে নিহত শাহনাজ এর ভাইকে বড় অংকের টাকা দিয়ে হত্যা মামলার আসামী করেছেন।


     এই বিভাগের আরো খবর