,

নবীগঞ্জ ও বাহুবলে বৃটেনের ৩ জন পার্লামেন্টারিয়ান ও ৪ জন কাউন্সিলরকে আড়ম্বরপূর্ন সংবর্ধনা প্রদান

মুরাদ আহমদ ॥ বৃটেনের ৩ জন পার্লামেন্টারিয়ান ও ৪ জন কাউন্সিলরকে আড়ম্বরপূর্ন সংবর্ধনা দিয়েছে বাহুবল উপজেলার হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। অনুষ্ঠিত সভায় সংবর্ধনাপ্রাপ্ত অতিথিরা
হলেন এমপি লুসি পাউয়েল, এমপি শাবানা মাহমুদ, এমপি জেফ স্মিথ, কাউন্সিলর লুৎফুর রহমান, আবিদ চোহান, বাসিত শেখ ও আলী ইলিয়াস। বাংলাদেশের শিক্ষার পরিবেশ, সম্ভাবনা ও যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সামাজিক সেতুবন্ধন দৃঢ়করনের লক্ষ্যে হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চ্যারেটি সংগঠন লাইফ প্লাস ইউকে’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক সাফিউর রহমানের আমন্ত্রনে অতিথিবৃন্দ ওই বিদ্যালয় পরিদর্শন করেন। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আমির চান কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোঃ আব্দুল কাশেম, দেবপাড়া ইউপির সাবেক  চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালাম, ড. শাহ আবুল খায়ের, যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক মইনুল আমিন বুলবুল , সোরাবুর রহমান, মনছব আলী জেপি, সালেহ আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুনিম বাবু এমপি বলেন হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়কে এমপিও ভুক্তকরণ ও কলেজে রূপান্তরিত করতে উদ্যোগ গ্রহন করা হবে। যুক্তরাজ্য হতে আগত অতিথিবৃন্দ বলেন তারা হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় তথা বাংলাদেশী মানুষের আতিথিয়তায় মুগ্ধ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ করে তাদের খুবই ভাল লেগেছে বলে তারা অনুভুতি ব্যক্ত করেন। এ বিদ্যালয় এলাকার শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখায় তারা সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া গতকাল সন্ধায় যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক মইনুল আমিন বুলবুল এর আমন্ত্রনে বৃটেনের ৩ জন পার্লামেন্টারিয়ানসহ উল্লেখিত অতিথিবৃন্দকে আউশকান্দি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান গভর্নিং বডির সভাপতি হাজী সহুল আমিন ,অধ্যক্ষ লুৎফুর রহমানসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাসহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ । এ সময় আমন্ত্রিত অতিথিরা কলেজের অবকাটামোসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর