,

নবীগঞ্জে প্রতারণা ও জালিয়াতি মামলায় শাহীনসহ গ্রেফতার

৩স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র শাহীন মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মনসুর চৌধুরীর দায়ের করা
প্রতারণা ও জালিয়াতির মামলায় গত বৃহস্পতিবার রাত ৯টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান এর নির্দেশে এসআই শামসুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শেলি কনফেকশনারী থেকে শাহীনকে গ্রেফতার করে। মামলা সুত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের সাবেক মহিলা মেম্বার নুরুন্নাহার এর ছোট ভাই রুবেল এবং রিফাতপুর গ্রামের শাহীন মিয়া সংবদ্ধভাবে দস্তখত জাল করে দলিল তৈরি করে মামলা করে। মনসুর চৌধুরীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা ও তার ক্ষতি সাধন করার লক্ষে ভূয়া অঙ্গীকার নামা সাজিয়ে তার দস্তখত জাল করে হবিগঞ্জ জেলার বিজ্ঞ নোটারী পাবলিক এর মাধ্যমে ৭৭৮নং মিথ্যা অঙ্গীকারনামা সৃজন করে। প্রতারণা ও জালিয়াতি মামলার ১নং আসামী মোছাঃ নুরুন্নাহার বাদী হয়ে মনসুর চৌধুরীর উপর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে মিথ্যা অঙ্গীকারনামা ব্যবহার করিয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মিথ্যা অঙ্গীকারনামায় মনসুর চৌধুরীর সাক্ষর জাল করে দায়েরকৃত মামলায় প্রতারক শাহীন মিয়া ও রুবেল মিয়া মিথ্যা সাক্ষী দেয়। প্রতারক চক্রের এহেন কার্যকলাপে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অবগত রয়েছেন। মনসুর চৌধুরীর দস্তখত জাল করে ভূয়া অঙ্গীকার নামা সাজিয়ে মনসুর চৌধুরী’র উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করায়, মনসুর চৌধুরী বাদী হয়ে গত ৩/৮/২০১৭ ইংরেজী তারিখে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-৫ এর আদালতে সাবেক মহিলা মেম্বার নুরুন্নাহার, মোঃ শাহীন মিয়া ও রুবেল মিয়াকে আসামী করে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন। ওই মামলার ২নং পলাতক আসামী প্রতারক শাহীনকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ পলাতক আসামী ইনাতাবাদ গ্রামের ইউসুফ উল্লাহর পুত্র বাবুল মিয়া (২৮), একই গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দাল মিয়া (৩০)কে এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে গ্রেফতার করে থানা পুলিশ।


     এই বিভাগের আরো খবর