,

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সিলেট বিভাগে রানার্স আপ ছোট শাখোয়া সপ্রাবি

প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবলকে জাগিয়ে তোলার লক্ষ্যে ও ভবিষ্যত ফুটবলার সৃষ্টির নিমিত্তে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ২০০৯ সাল থেকে চালু করা হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্ট। এবার বঙ্গবন্ধু কাপে সিলেট মাতিয়ে আসলো নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার ছোট শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা। তাদের এ কৃতিত্বে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। খেলোয়ারসহ শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষজন। এ বছর ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশগ্রন করে হবিগঞ্জ সদর উপজেলার রিচি সপ্রাবি ফুটবল টিমকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকায় প্রাণ চাঞ্চল্য বিরাজ করে। জয়ের আনন্দে মাতোয়ারা ক্ষুদে খেলোয়ারদের মিছিলসহকারে অভ্যর্থনা জানানো হয়। গত ৯ নভেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার চ্যাম্পিয়ন হিসেবে উদ্বোধনী খেলায় সিলেট জেলার প্রতিনিধিত্বকারী সদরের রাধাবানী স্কুলের সাথে প্রতিদ্বন্ধিতা করে। মুর্হুমুহু আক্রমন পাল্টা আক্রমনে জমে উঠা খেলায় ট্রাইবেকারে সিলেট জেলাকে হরিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। গ্যালারীতে উপস্থিত থাকা কয়েক হাজার দর্শকের ভূয়সী প্রশংসা আদায় করে দলটি। ১০ নভেম্বর শুক্রবার ফাইনালে তারা সুনামগঞ্জ জেলা দলের বিরুদ্ধে খেলায় নামে। খেলা প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে দলটি। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে সুনামগঞ্জের হোসেন বখত স্কুলের ক্ষুদে খেলোয়ার সমতা ফিরিয়ে আনে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে এগিয়ে থেকে ১ গোল হজম করে তাতেই খেলার নিষ্পত্তি হয়ে যায়। চুড়ান্তভাবে ২-১ গোলে পরাজয় বরণ করে। তবে উপস্থিত প্রধান অতিথি সিলেটের ডিআইজি কামরুল আহসান বিপিএম, জেলা প্রশাসক রাহাত আনোয়ারসহ অতিথিরা বক্তব্যে নবীগঞ্জের ছোট শাখোয়া দলের ভূয়সী প্রশংসা করেন। সিলেট বিভাগে প্রায় পাঁচ হাজার স্কুলের মধ্যে রানার্স-আপ দলটিকে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোছাঃ নাজমানারা খাতুন, বিশেষ অতিথি সিলেট মেট্রোপলিটনের পুলিশ সুপার গোলাম কিবরিয়া। এতে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় উপ পরিচালক (প্রাঃ শিঃ) তাহমিনা খাতুন। ছোট শাখোয়া ফুটবল টিমের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক লিটন দেবনাথ, শিক্ষক সসিমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক প্রভাত ভূষন রায়, অশেষ দাশ, তপন কুমার পাল, গীতেন্দ্র দাশ, লিটন কান্তি দাশ, শংকর পাল, দলের কোচ মৃনাল কান্তি দাশ ও ম্যানেজার মোঃ সফিক মিয়া। ছোট শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন ৭নং করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন। এক অভিনন্দন ভার্তায় তিনি বলেন, ছোট শাখোয়া সপ্রাবি ফুটবল দলের এ অসামান্য অবধানে করগাঁও ইউনিয়ন তথা নবীগঞ্জবাসীর মুখ আরও উজ্জ্বল হয়েছে। ভবিষ্যতে এ ক্ষুদে ফুটবলাররাই জাতীয় দলের হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে।


     এই বিভাগের আরো খবর