,

এমপি কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে নবীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মানিক চৌধুরীর কন্যা আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার উপর বাহুবল উপজেলার
মিরপুরে একদল দূর্বৃত্ত কর্তৃক হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এমপি কেয়া চৌধুরীর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজিনা সারোয়ারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্বারকলিপি প্রদান করেন। নবীগঞ্জ নতুন বাজার মোড়ে মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হন। নবীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার মৌলদ হোসেনের কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, মুক্তিযোদ্ধা সামসু উদ্দিন, নজরুল ইসলাম খান, ছানু মিয়া, মোর্শেদুজ্জামান রশিদ, ডাঃ কাজল মিয়া, আব্দুর রউপ, আব্দুল বশির, অবনী দাশ, মোহাম্মদ আলী, হারুন মিয়া, লাল মিয়া, শাব্বির আহমদ প্রমুখ। বক্তারা বলেন একজন সৎ নিষ্ঠাবান সমাজ কর্মী ও সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা সন্তান আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার উপর হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জনান। এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্বারকলিপি প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর