,

নবীগঞ্জে বিবিয়ানা পাওয়ার প্লান্টে স্থানীয় লোকদের কাজ না দেওয়ায় ম্যানাজারের সাথে সৃষ্ট বিরোধ নিরসন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা পাওয়ার প্লান্টএ স্থানীয় লোকরা সামিট কোম্পানীর (এনইপিসিএস) এর ম্যানাজারকে কাজ না দেয়ায় চাপ সৃষ্টি করে। কোম্পানীর (এনইপিসি
এস) এর ম্যানাজার স্থানীয় চক্রের হুমকি ধামকীর ঘটনাটি উর্ধŸতন কর্তৃপক্ষকে জানান। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ ঘটঁনাস্থলে গিয়ে বিষয়টি অবগত হন। জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই পাওয়ার প্লান্টের পার্শ্বে কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে, ইতিমধ্যে স্থানীয় কিছু লোকদের কাজ দেয়া হয়েছিল। এর পরও  এলাকার একটি চক্র কোম্পানীর লোকদের বিভিন্ন সময় কাজ পাওয়ার দাবীতে বিভিন্ন ভাবে হয়রানী করার অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে পারকুল গ্রামের তবারক উল্লার পুত্র মোঃ আনহার মিয়া, বজলু মিয়া, মৃত আইন উল্লার পুত্র মোঃ রিপন মিয়া, মৃত আছই উল্লাার পুত্র, মোঃ মুহিক, সুজাত উল্লার পুত্র মোঃ সাজিদ মিয়া, তাজপুর গ্রামের উমর আলী গংরা মিলে সামিট কোম্পানীর (এনইপিসিএস) এর ম্যানাজার ভিক্টরের সাথে কাজ না দেয়ায় বাধানুবাধ সৃষ্টি হয়। ওই ঘটনাটি কোম্পানীর উর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারকে জানান। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান ও একদল পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌছেন। ঘটনাস্থলে পৌছে কোম্পানীর ম্যানাজার ভিক্টরের কাছ থেকে বিষয়টির প্রাথমিক সত্যতা পেয়ে কোম্পানীর লোকদের আইনানুগ সহযোগীতা করবেন বলে আশ্বস্থ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাওয়ার প্লান্টের লোকদের সাথে স্থানীয় লোকদের কাজের জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ক্ষোভ বিরাজ করছিল ঘটনাস্থলে যাওয়ার পুর্বেই বিষয়টি শান্ত হয়।


     এই বিভাগের আরো খবর