,

কেয়া চৌধুরী এমপি’র উপর হামলার প্রতিবাদে বাহুবলে ৫ ঘন্টা ধর্মঘট ॥ ২৬ নভেম্বর মহাসড়ক অবরোধের ডাক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কেয়া চৌধুরী এমপি’র উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৫ ঘন্টা অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘট থেকে
আগামী ২৬ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মঘটে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা আব্দুল মুছাব্বির শাহীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসকার আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, কেয়া চৌধুরী এমপি’র বড় ভাই এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মুশাহিদ আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি শেখ সোহেল, সহ-সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুকুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুবলীগ নেতা সাইফুর রহমান জুয়েল, ছাত্র নেতা হৃদয় প্রমুখসহ অর্ধশতাধিক রাজনৈতিক ও সামাজিক নেতা। কেয়া চৌধুরী এমপি’র উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে অবস্থান ধর্মঘটকে কেন্দ্র করে উপজেলা পরিষদ প্রাঙ্গন লোকে লোকারণ্য হয়ে উঠে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত ধর্মঘটে বিভিন্ন স্থান থেকে লোকজন ব্যানারসহ মিছিল সহকারে যোগদান করেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান অর্ধঘটে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে। ঝড়-বৃষ্টিসহ বৈরী আবহাওয়া উপেক্ষা করে আন্দোলনকারীরা দীর্ঘ ৫ ঘন্টা ব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেন। ধর্মঘট শেষে সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল হোসেন হামলাকারীদের গ্রেফতার দাবিতে আগামী ২৬ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজারে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। ধর্মঘট শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে। এদিকে, আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় পুটিজুরী ও বিকেল ৫টায় ডুবাঐ বাজারে কেয়া চৌধুরী এমপি’র উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।


     এই বিভাগের আরো খবর