,

বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ উপবৃত্তি প্রদান প্রধানমন্ত্রীর বড় সফলতা ॥ এডভোকেট আলমগীর চৌধুরী

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, আধুনিক যুগের উন্নত শিক্ষা ও বিজ্ঞান সম্মত শিক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের গড়ে তোলাই প্রধানমন্ত্রী
লক্ষ্য। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিলো। মানবিক মূল্যবোধ ও নৈতিকতাকে পিষে ফেলা হয়েছিলো। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শক্তভাবে দেশের হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর ফলে দেশের সকলস্তরে এখন উন্নয়ন হচ্ছে। বিনামূল্যে বই বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান, প্রধানমন্ত্রীর বড় সফলতা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালুর মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হবে। তিনি গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের উদ্যোগে গুজাখাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ ও মা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৮নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী’র সাজুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুষ তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ এটি.এম সালাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামিম চৌধুরী, ইউপি সচিব মাহফুজুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম, কনা (মাষ্ঠার), সাবেক মেম্বার ইমান আলী, জিল্লুর নূর, রকিব মিয়া। এতে বক্তব্য রাখেন মোঃ আব্দাল মিয়া, নুরুল আমিন, রকিব মিয়া, তাহিদ মাষ্টার প্রমুখ। অপরদিকে বিকেলে একই ইউনিয়নের পশ্চিম তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী টিফিন বক্স বিতরণ ও বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা অগ্রযাত্রা সাধারণ সম্পাদক আলী হাছান লিটন, দীপংকর ভট্রাচার্য্য দেবুল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এতে বক্তব্য রাখেন স্থানীয় মেম্বার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর