,

জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ত্রৈমাসিক রিভিউ মিটিং

স্টাফ রিপোর্টার ॥ উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) মোঃ শফিউল আলম বলেন, প্রাতিষ্ঠানিক ডেলিভারী এবং পরিবার পরিকল্পনা গ্রহীতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ের কাজকে আরো শক্তিশালী করতে হবে। সুপারভিশন মনিটরিং বৃদ্ধি করতে হবে। সর্বশেষ বিডিএইচএসএসের তথ্য অনুযায়ী জাতীয়ভাবে মাতৃস্বাস্থ্যের অনেক উন্নতি হলেও মাতৃমৃত্যুর হার তুলনামূলকভাবে পরিবর্তন হয় নাই, তাই এখানে সবাইকে আরো জোর দিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন,  যেহেতু উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের হাতে সুপারভিশনের জন্য ট্যাব (ডিভাইস) আছে, সেহেতু যেকোন জায়গায় থেকে কাজ তদারকি করার সুযোগ আছে। তিনি গতকাল বরিবার জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ত্রৈমাসিক পারফরমেন্স রিভিউ মিটিং অনুষ্ঠিানে প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ সত্যজিৎ কুমার সাহার সভাপতিত্ত্বে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, সেইভ দা চিলড্রেন এর প্রোগ্রাম ডিরেক্টর নিউবর্ণ ইন্টাভেশন ডাঃ সাব্বির আহমেদ, সিনিয়র ম্যানেজার ড. বিভাকর রায় প্রমুখ। ইউএসএআইডি-র অর্থায়নে মামনি এইচএসএস প্রকল্পের সহায়তায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকল অফিসার (সিএস) ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, কার্যবিবরণী পাঠ করেন ডাঃ পরিমল কুমার সাহা, ত্রৈমাসিক প্রতিবেদন উপস্খাপন করেন মেডিকেল অফিসার (এমসিএইচ এফপি) ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট নিখিল রঞ্জন শর্মা।


     এই বিভাগের আরো খবর